14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের আলোচনা সভা

Biswajit Shil
December 16, 2019 12:34 am
Link Copied!

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা শনিবার বিকেল ৪টায় রাজধানীর ২নং মুক্তি ভবন অডিটরিয়াম (৫ম তলা) পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় ও সংগঠনের সহ-সভাপতি গাজী মাহমুদুল ইসলাম জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবু সাঈদ সাগর।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ও পদ্মা সেতুর আইন উপদেষ্ঠা বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আইয়ুবুর রহমান, বীর মুক্তিযেদ্ধা এ্যাডভোকেট মনিরুজ্জামান সরকার, ডেপুর্টি এটর্নি জেনারেল এসএম নজরুল ইসলাম, ডেপুর্টি এটর্নি জেনারেল গিয়াস উদ্দীন আহম্মেদ, এ্যাডভোকেট আলহাজ্ব জয়নুল আবেদীন খান, এ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দীন, এএজি হাতেম আলী, এএজি মোঃ আলতাফ হোসেন আমানি।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক রবিউল আলম জুয়েল, রনজিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

http://www.anandalokfoundation.com/