স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ মার্চ বুধবার বেলা ১২ ঘটিকায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডঃ তাপস চন্দ্র পাল এর পরিচালনায় এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর, সাংবাদিক স্বপন কুমার সাহা, জয়ন্ত সেন দীপু, এড তাপস কুমার পাল, শ্রী বাবুল দেবনাথ, শ্রীমতী বীনা সাহা, শ্রীমতি পদ্মাবতী দেবী, বিপ্লব দে, ব্রজগোপাল দেবনাথ, ইঞ্জি রতন দত্তসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রার্থনা সভায় সকল শহীদদের আত্মার শান্তি ও সদ্গতি এবং দেশের উন্নয়ন ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।