13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

Link Copied!

ফরিদপুর জেলা স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে স্কুলটির অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্কুলটির সিনিয়র শিক্ষক ও স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্কুলটির শিক্ষার্থী জাওয়াদ আদনান, মো. জাবির প্রমূখ।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ‘হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামবো। তবুও খুনিদের আর বাংলার মাটিতে জায়গা দেওয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন- স্কুলটির শিক্ষক ফরজ আলী, মো. আলাউদ্দীন, রেজভী আলম মিয়া, শামীমা আক্তার, রাফিদুল হাসান, হুমায়ূন কবির, গোলাম মওলা, কাজী আব্দুল হক, মোফাজ্জেল হোসেন মোল্যা, মো. ইদ্রিস আলী, মো. মজিবুল হক, খালেদা আক্তার, শাহ নেওয়াজ, মো. আমিনুল হক, শেখ মো. ফজলে রাব্বী, গোলাম রোব্বানী, মো. ফিরোজ মিয়া, আব্দুর রহিম, আহসান হাবিব, মো. মাসুদ রানা, এইচ এম রফিকুল, নন্দন কুমার সাহা, রাজ কুমার বিশ্বাস, মো. মাসুম আলম, শিক্ষার্থী জাবির, জাওয়াদ আদনান প্রমূখ।
স্মরণসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
http://www.anandalokfoundation.com/