14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
আজকের সর্বশেষ সবখবর

লেখকদের স্বীকৃতি স্বরূপ ডিআরইউ সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান

ডেস্ক
October 26, 2022 3:40 pm
Link Copied!

লেখকদের স্বীকৃতি দেওয়ার জন্য এ বছর প্রথমবারের মতো সাহিত্য পুরস্কার চালু করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার পেয়েছেন ৩ জন। কথা সাহিত্যে (গল্প/উপন্যাস) রাজীব নূর (সমকাল), কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (আমার দেশ) ও মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে এম মামুন হোসেন (সময়ের আলো) ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন।

আজ ২৬ অক্টোবর, ২০২২ সকাল ১১:৩০টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন।

এ সময় যে সকল সদস্য বই জমা দিয়েছেন তাদেরকেও সম্মাননা দেওয়া হয়। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

যারা সম্মাননা পেলেন:

কথাসাহিত্য (গল্প/উপন্যাস) : হাবিবুল্লাহ ফাহাদ ( খৈয়া গোখরার ফনা), প্রণব মজুমদার (তোমাদের গল্প), মাইদুর রহমান রুবেল (ভূতের করোনা পজেটিভ), মুস্তাফিজ শফি (স্পর্শ), আমিরুল মোমেনীন মানিক (আরতুগ্রুল বাঙালি), দীপক চৌধুরী (ভোগ), ইন্দ্রজিৎ সরকার (অথবা অন্য কেউ), জীবন ইসলাম (একাত্তরে শিলারা), আসাদুজ্জামান অংশুমান (জয়ামায়া), শাহীন চৌধুর (জাফলং থেকে সুন্দরবন), ও হক ফারুক আহমেদ (জলের জমিন)।

কাব্য (কবিতা/ছড়া) : নির্মল চক্রবর্তী (ঈগলের মতো প্রসারিত হাত), আমিরুল মোমেনীন মানিক (ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা), রীতা নাহার (চান্দ্রসিক গল্পের রেশ), আব্দুল মান্নান (পরিযায়ী প্রেম ও মুক্তিযুদ্ধ), সাজেদা পারভীন সাজু (অপেক্ষা), মুহাম্মদ আব্দুল বাতেন (রাত্রিকালীন পাখির স্বর) ও আইরিন নিয়াজী মান্না (নির্বাচিত ১০০ ছড়া)।

মননশীল (প্রবন্ধ ও গবেষণা) : আশিস সৈকত (খবরের ভেতরের খবর), মোহাম্মদ আল মাসুম মোল্লা (ভাষান চর), জাকির হোসেন (গণমাধ্যম বিদ্রোহী মার্চ), আবদুল্লাহ জেয়াদ (চলচ্চিত্রের কারিগর আজিজুর রহমান), আবু আলী (শেয়ার বাজারের সহজ পাঠ), পার্থ সন্জয় (কান ডায়েরী ওহ বাংলাদেশ), জান্নাতুল বাকেয়া কেকা (বিভুঁইয়ে সাংবাদিকতা), শামসুজ্জামান শামস (বাঙালির ১০ উৎসব), সুমি খান (গণহত্যার ঘাতকেরা সক্রিয়- টার্গেট পিতা মুজিব থেকে ত্রাতা হাসিনা), শামীম আল আমিন (দ্য কনসার্ট ফর বাংলাদেশ), মোরসালিন আহমেদ (ভারোত্তোলনে বাংলাদেশ), আসাদুজ্জামান স¤্রাট (দেশ থেকে দেশে), ইমরান উজ জামান (বাংলাদেশের মেলা পার্বন), মানিক মুনতাসির (মুখোশের আড়ালে মুখোশ), উদিসা ইসলাম (রাষ্ট্রনায়ক), তারিকুল ইসলাম মাসুম (করোনা), আলতাব হোসেন (জলবায়ুর দৃশ্যমান প্রভাব প্রেক্ষিত বাংলাদেশ) ও জি. এম. ফয়সাল আলম (১৯৭১ অজানা গণহত্যা)।

http://www.anandalokfoundation.com/