13yercelebration
ঢাকা

আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Link Copied!

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজনে বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ হল রুমে শনিবার বিকেলে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরাদ সিকদারের সঞ্চাালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, রাজিহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা বিপুল দাস, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সভায় বক্তরা তাদের বক্তব্যে আগামী ২৯ মে’র নির্বাচনে দলের সাংগঠনিক সিদ্ধান্তের প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন- আওয়ামী লীগ কোন প্রার্থীকে দলীয় প্রতীক নৌকা না দিলেও আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্তে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত আওয়ামী লীগের একক প্রার্থী। তাই তার বিজয় সুনিশ্চিত করতে হবে।

ওই সভায় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ একাধিক ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/