যশোর প্রতিনিধি: সারাদেশে লাগাতার নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে যশোরে ঝাটা প্রদর্শন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) যশোর শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) যশোর জেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভে বক্তারা বলেন, ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। শিশু থেকে বৃদ্ধ কেউ ধর্ষণ হতে রেহাই পাচ্ছে না। আওয়ামী-লীগের কোন পদধারী লোক যখন ধর্ষণের অভিযুক্ত হচ্ছে, তখন তারা তাকে অনুপ্রবেশকারী বলে পার পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা বলেন, এখন সকাল-বিকাল উন্নয়নের গল্প শোনানো হচ্ছে। কিন্তু আমরা দেখছি ধর্ষণ, নির্যাতন, লুটপাট আর খুন-খারাপির বাম্পার ফলন। এখন মোটা চাল, আটা, আলু, ঝাল, পেঁয়াজ কিনতে বস্তায় করে টাকা নিয়ে থলে ভরে বাজার নিয়ে আসতে হচ্ছে। এই নির্যাতন নিপীড়ন ধর্ষণ ও শোষনের বিরুদ্ধে ঝাঁটা নিয়ে এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা জাকির হোসেন হবি, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, সখিনা বেগম দিপ্তী, মাসুদুর রহমান, রিনা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন ।