লক্ষ্মীপুর প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার দেওপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম (৫৬) ও তার ছেলে কামরুল আলম শাহীন (২৪)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার রফিকুল আলমের ছেলে শামছুল আলম সোহেল বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫জনের বিরুদ্ধে মামলা করেন। আহতরা চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবুল কাশেম বাচ্চুর সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল আলমের বিরোধ চলছিল। গত শনিবার সকালে রফিকুল আলম নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাচ্ছিলেন। এসময় বাড়ির সামনে পৌঁছলে আবুল কাশেম বাচ্চুর নেতৃত্বে তার ছেলে সুমনসহ কয়েকজন রফিকুল আলমের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
ওইসময় রফিকুল আলমকে বাঁচাতে তার ছেলে কামরুল আলম এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করে নগদ ২০হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।