13yercelebration
ঢাকা

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন

Rai Kishori
February 21, 2019 1:40 pm
Link Copied!

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৬ মার্চ নির্ধারণ করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব। বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

তফসিলে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রবিধানমালা-২০০৯ এর ১৬ ধারা মোতাবেক বে-সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনের আলোকে এই তফসিল ঘোষণা করা হয়। এতে অফিস চলাকালীন সময়ে আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২ মার্চ সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই, ৫ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এতদসংক্রান্ত বিষয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করার জন্য সম্ভাব্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তৃপক্ষ।

http://www.anandalokfoundation.com/