তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন সুজন লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক কামাল হোসেন ও জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।
সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, কর্মপরিকল্পনাসহ বিশদ আলোচনায় শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক আলী হোসেনকে সভাপতি ও সমীর কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও এ্যাড. শিল্পী রানী পালকে সিনিয়র সহ-সভাপতি, মেজবাহ উর রহমানকে সহ-সভাপতি, সামছুল আলম বিত্ত ও গণেশ চন্দ্র কুরীকে সহ-সাধারণ সম্পাদক, নাছির আহমেদকে সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ রিমনকে কোষাধ্যক্ষ, ইমরান হোসেনকে প্রচার সম্পাদক এবং মো. বাবুল হোসেন, মুজাহিদুল ইসলাম আসিফ, মুনসুর আহম্মেদ, ইমরান হোসেন, শাহাদাত হোসেন শাওন ও শুভ্র জিৎ’তে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষণা করেন, সুজন- লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।