নিউজ ডেস্কঃ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য এক হাজার তিনশর বেশি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করবে ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন ফান্ড (ইউনিসেফ)।
এরইমধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ১৮২ শিক্ষাকেন্দ্রে ১৫ হাজার শিশুকে শিক্ষা দেয়া শুরু করেছে ইউনিসেফ। আগামী বছরের মধ্যে শিক্ষাকেন্দ্রের সংখ্যাটা বাড়িয়ে এক হাজার পাঁচশ’তে এবং শিশুর সংখ্যা দুই লাখে নিতে চায় সংস্থাটি।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বিগবেডার বলেন, সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া এসব শিশুকে অবশ্যই একটি নিরাপদ পরিবেশে শিক্ষা দিতে হবে। স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষা দিতে হবে। যাতে তারা ভবিষ্যতে এগিয়ে যেতে পারে।
তিনি বলেন, এসব শিক্ষাকেন্দ্রে চার থেকে ছয় বছরের শিশুদের শিক্ষা দেয়া হবে। এছাড়া অনানুষ্ঠানিকভাবে ছয় থেকে ১৪ বছরের শিশুদের শিক্ষা দেয়া হবে। প্রতিটি শিক্ষাকেন্দ্রে তিন শিফটে শিশুদের শিক্ষা দেয়া হবে। প্রতি শিফটে থাকবে ৩৫ শিশু।
তিনি আরো বলেন, এখানে শিশুরা বাংলা, ইংরেজি, গণিত, বার্মিজ, বিজ্ঞান, ছবি আঁকা ও জাতীয় সঙ্গীত শিখবে। এছাড়া তাদের মানসিক-সামাজিক কাউন্সিলিং, স্বাস্থ্যবিধি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হবে।
এসব শিশুকে বই, কলম, রঙিন পেন্সিল, স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।