যুব সমাজকে সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত রাখতে কাজ করবে যুবলীগ, রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সহায়তা করবে যুবলীগ। এমন মন্তব্য করলেন সংগঠনের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ রোববার (২৪ নভেম্বর) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান জানালেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে। ধানমণ্ডিতে শ্রদ্ধা জানানোর পর বনানীতে নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কবরে শ্রদ্ধা নিবেদন করেন।