ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে প্রাণ বাঁচাতে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য সময় নির্ধারণ করে দেয় রাশিয়া। তবে রাশিয়ার সেই বার্তা আমলে না নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনের সেনারা।
এ ব্যাপারে মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামকে বলেন, রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাবের পরও আমাদের সেনারা প্রতিরোধ গড়ে তুলেছে।
রাশিয়ার বৈরি মনোভাব কেবল আজভস্টাল স্টিল প্ল্যান্টের মধ্যই সীমাবদ্ধ নেই জানিয়ে আন্দ্রিউশচেঙ্কো বলেন, যুদ্ধের সময় দখলদাররা ফের ভারি কামান দিয়ে আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে।
মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না।