রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ধুলঝাড়ি আদর্শ গুচ্ছ গ্রামের অফিস ঘর ভাঙ্গার ঘঁটনার পর থেকে দুর্বৃত্তদের মামলা, হুমকীর মুখে আতঙ্কে দিন কাটছে গুচ্ছ গ্রাম বাসির। দেশের হত দরিদ্রদের মুখে এক মুঠো ডাল ভাত তুলে দেওয়ার লক্ষে খাস সম্পত্তিতে ভূমিহীনদের আশ্রয় দিয়েছেন সরকার। ডাল ভাত উপার্জনের জন্য গুচ্ছ গ্রামবাসিকে সমিতি ভুক্ত করে আশার আলো খুলে দেওয়া হয়েছে। সমিতির কার্যক্রম পরিচালনার জন্য অফিস ঘর নির্মান করা হলে এলাকার প্রভাবশালী কুচক্রী মহলের লোকজন সংঘ বদ্ধ হয়ে ১১ নভেম্বর রাত ২টায় অফিস ঘরের টিন খুলে নিয়ে যায়।
ধুলঝাড়ি গুচ্ছ গ্রাম মৎস্য সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাদি হয়ে ১৩ নভেম্বর ঠাকুরগাও বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। অপরদিকে মৎস্য সমিতির লোকজনকে হয়রাণী করার জন্য গুচ্ছ গ্রামের খাস জমিতে নির্মিত ধুলঝাড়ি তালেবুন কোরআন নুরানী মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি সুলতান আহম্মেদ ঠাকুরগাও আদালতে একটি মামলা দায়ের করে। তাতেও বিবাদী পক্ষ ক্ষান্ত না হয়ে মৎস্য সমিতির লোকজনকে মেরে হাত পা ভেঙ্গে দিবে, প্রাণে মেরে ফেলবে, বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকী অব্যাহত রেখেছে। অফিস ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার ঘটনার সাথে জড়িত এক আসামীর স্বীকারোক্তীমূলক রেকর্ডের সুত্রমতে সমিতির দায়েরকৃত মামলার আসামীদের সম্পৃক্ততার কথা জানা যায়। সরেজমিনে এলাকাবাসি বলেন, গুচ্ছ গ্রামের মসজিদ ভেঙ্গে মাদ্রাসা নির্মান করেছে প্রভাবশালীরা। গুচ্ছ গ্রামের কোন সদস্যকে কমিটিতে না রেখে প্রভাবশালীরা মনগড়া কমিটি করে অপশক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে। এতিমখানা সভাপতি সুলতান আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে গুচ্ছ গ্রামের একটি ছোট মসজিদ ছিল সেটা ভেঙ্গে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং নির্মান করা হয়েছে। মাদ্রাসার খাস জমিতে সমিতির লোকজন অবৈধভাবে জবর দখল করতে আসছে তাই মৎস্য সমিতির ১৮ সদস্যকে বিবাদী করে একটি মামলা করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে যায়। এখানকার সৃষ্ট জটিলতা দুর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সমাধান হয়ে যাবে।