মোঃফরহাদ শেখঃ রাজৈর প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গৃহবধূ শিলা মল্লিক (৩২) এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ।
আহত অবস্থায় শিলা মল্লিককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ডাঃ হানিফ জানায়, শিলা মন্ডলের বা-হাতের কনুর উপরে এসিডে কিছু অংশ পুড়ে গেছে।
এসিডের শিকার শিলা মল্লিক জানায়, জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমার দেবর প্রনব, ধন্য, উত্তম ও তাদের স্ত্রীরা মঙ্গলবার রাত পোনে ১২টায় আমি পিঠা বানানোর সময় আমাকে সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় ।
অভিযুক্ত দেবর প্রনব জানায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাদারীপুর জজকোর্টে একটি মামলা আছে । সেই মামলা ঠেকানোর জন্য সে এসিড শিকারের নাটক করছে এবং সে নিজের গায়ে এসিড দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে । এলাকাবাসী জানায়, এসিড নিক্ষেপ ঘটনাটি রহস্যজনক ।
ইতিপূর্বেও শিলা মল্লিক প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এসিড নিক্ষেপের মামলা সাজিয়েছিল। রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।