রাজধানীর পুরান ঢাকায় টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাজধানী সুপার মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে। আগুন লাগার কারণ সম্পর্কে বলেন, মার্কেটের দোতলা থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেনটেইনেন্স) ল্যান্সনায়েক কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুন ইতোমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে। নির্বাপণ না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে।
এদিকে ব্যবসায়ীরা জানান, ওই ভবনের দুই তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সেখানকার অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে, সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।