14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে চারজন দগ্ধ একই পরিবারের

admin
September 22, 2016 1:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজধানীর চকবাজারে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে।

তারা হলেন রেজাউল (২৫), রেজাউলের স্ত্রী রানী (২৩), সাড়ে তিন বছরের মেয়ে আনিতা ও সানজিদা (২)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে পোস্তার চামড়াপট্টি এলাকার ৭৬/৭৭/২/১ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন বাড়ির মালিক জাহাঙ্গীর।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজাউলের ১৪ শতাংশ, রানীর ২৫ শতাংশ, আনিতার ২৬ শতাংশ ও সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া।

http://www.anandalokfoundation.com/