স্টাফ রিপোর্টার: পুলিশ রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাচ্ছে জঙ্গি আস্তানার খোঁজে বিভিন্ন ছাত্রাবাসে।
মঙ্গলবার দিবাগত রাত থেকে এ অভিযান শুরু হয়। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সকালে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে সম্ভাব্য এসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানান, মোহাম্মদপুর লোহারগেট এলাকা ও নবোদয় হাউজিং ঘিরে তল্লাশি করা হয়, যা ভোর পর্যন্ত চলে। এ ছাড়া আরো পাঁচ থেকে ছয়টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এগুলো বিভিন্ন ছাত্রাবাস বা মেস। মূলত জঙ্গি ধরতে এ অভিযান চলে। পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ অভিযানে অংশ নেয়।
মোহাম্মাদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও তাত্ত্বিক নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানী। সেখানেও অভিযান পরিচালনা করা হয়। আরো তিনটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।