বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করে রবি আজিয়াটা পিএলসি দেশের প্রথম অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G সেবা চালুর ঘোষণা দিয়েছে।
আজ রবির কর্পোরেট অফিসে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।
প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে 4G সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। ভালোমানের 4G দিতে না পারার কারণে ব্যবসায়িক ও ডিজিটাল সেবা বৃদ্ধিও ব্যাহত হচ্ছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় 5G প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতে ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে।’
তিনি মনে করিয়ে দেন, 5G কার্যকরভাবে চালু করতে হলে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, ৮০০, ৯০০ ফ্রিকোয়েন্সিসহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে। ‘নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সি দূরত্বে সিগন্যাল বহন করতে সক্ষম। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে শহর বা গ্রাম কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার বসাতে হবে। তাই স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি।
রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে 5G বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি; বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ বিটিআরসি এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।