13yercelebration
ঢাকা

যেকোনো সমস্যা সমাধানে স্থানীয়ভাবে সমন্বয় করে কাজ করার আহবান পার্বত্যমন্ত্রীর

ডেস্ক
February 10, 2023 5:15 pm
Link Copied!

দুর্গম পাড়ার বাসিন্দাদের যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া প্রধান এবং মৌজা প্রধানদের সম্বন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার ক্রাংউ আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩২৪নং চেমী মৌজার হেডম্যানের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

পার্বত্য মন্ত্রী আরও বলেন,  গ্রামীণ এবং পারিবারিক ছোট ছোট সমস্যা হেডম্যানরা সামাজিকভাবে সমাধান করে বলেই পাহাড়ের বিচার বিভাগের উপর থেকে মামলার চাপ অনেকটা কমে এসেছে।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ের জনসাধারণ আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নত হয়েছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের ৫৫ লাখ টাকা ব্যয়ে আমতলী পাড়া বৌদ্ধ বিহারের সাধুমা ঘরের উদ্বোধন করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ৩২৪ নং চেমী মৌজার হেডম্যান পুলুপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ  এলাকাবাসী।

http://www.anandalokfoundation.com/