আজ ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের হেরাত প্রদেশে ড্রোন হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। তালেবান শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তানের হেরাত প্রদেশে এ হামলায় অনেকে আহত হয়ছেন।
তবে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে দাবি করেছে, নিহতরা সবাই আফগানি সাধারণ নাগরিক। হামলা প্রসঙ্গে আফগানিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী হেরাত প্রদেশের সিন্দাবাদ জেলায় ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এতে ৬০ জন নিহত হয়। হতাহতের মধ্যে কোন বেসামরিক নাগরিক আছে কিনা তা তদন্ত করবে আফগান প্রশাসন। এদিকে মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবানের শীর্ষ কমান্ডার মুল্লাহ নাঙ্গিয়ালাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তারা। এতে তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।