মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া নামক স্থানে শনিবার ভোরসারে ৪ টার দিকে ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণহারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয় । এই ঘটনায় আহত হয়েছে ২০ জন ।
নৌবাহিনির ডুবুরীদল রবিবার সকাল ১১টায় উদ্ধার তৎদপরতা সমাপ্তিঘোষনা করেছ । এবং পপ্রশাষনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষনা করা হয়েছে।স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালেরউদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির পান্তাপাড়া নামকস্থানে আসলে নিয়ন্ত্রণহারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়। এই ঘটনায় সাতরে২০ জন যাত্রী পারে উঠে। ঘটনার খবর পেয়ে সকাল সারে ৭টার দিকে বরিশাল থেকে ফায়ারসার্ভিসের ডুবুরিরদল ঘটনাস্থলের পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ।
এসময় ডুবুরিরদল বরগুনা জেলার ফুলঝরি একই গ্রামের স্কুল শিক্ষক কামালহোসেন (৩৫) ও জাফর ইকবাল (৩২) নামের দুইজনের লাশ উদ্ধার করে।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাম্মি আক্তার জানানঘটনাস্থল থেকে স্থানীয়রা ২০ জনকে জীবিত উদ্ধার হয়েছে। বাসটিপানির নিচে থেকে উদ্ধার করে পাড়ে তোলা হয়েছে। তবে বাসটির মধ্যেকোন লাশ পাওয়া যায়নী। উদ্ধার তৎদপরতা শেষ। প্রশাসনের পক্ষ থেকেনিহতদের পরিবারের জন্য ১০হাজার টাকা করে অনুদানের ঘোষনা করাহয়েছে। এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।