14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বাসে ধর্ষণের ঘটনায় আটক ৬ শ্রমিককে নিদোর্ষ দাবি করে সংবাদ সম্মেলন

Dutta
October 11, 2020 3:08 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: যশোরে বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক ৭ জনের মধ্যে ৬জনকে নির্দোষ বলে দাবি করেছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি ওই ৬ শ্রমিক ধর্ষণের ঘটনা উদঘাটন করেছে এবং মেয়েটিকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে। অথচ পুলিশ তাদের ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দিয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন। এসময় তিনি বলেন, নির্যাতিত তরুণীর সাথে এমকে পরিবহনের হেলপার মনিরুল ইসলাম মনিরের পূর্ব থেকে পরিচয় ছিল। সেই সূত্র ধরে মেয়েটি মনিরুল ইসলামের সাথে দেখা করে এবং তারা বাসের মধ্যে শারীরিক সর্ম্পক করে। এদিকে এমকে পরিবহনের বাসটি নির্ধারিত পাকিংয়ে না পেয়ে বাসস্ট্যান্ডে থাকা শ্রমিকরা বাসটি খুঁজতে বের হয় এবং বকচর কোল্ডস্টোরেজ এলাকায় গিয়ে বাসটি পায়। এসময় তারা ওই তরুণী ও বাসের হেলপারকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। সেখান থেকে তাদের ধরে নিয়ে মনিহার সিনেমা হলের মোড়ে নিয়ে আসে এবং মারপিট করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ এ ঘটনায় সাক্ষী দেবার কথা বলে রাতেই ৬ শ্রমিককে থানায় নিয়ে যায়। পরের দিন ধর্ষণ মামলায় আটক দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে নিরীহ ৬ বাস শ্রমিককে মুক্তির দাবি জানান। অনথ্যায় আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হোসেন জনি, সাবেক সভাপতি আজিজুল আলম মিন্টুসহ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/