এম এস আর মিরাজ,যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)। আহতরা হলো- বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৩), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৭) ও আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঝিকরগাছা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাকড়া থেকে আসা আরেক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হন।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।#