এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে নারী উন্নয়ন ফোরামের উদ্দ্যোগে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থ বছরের এডিপি বরাদ্ধের আওতায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেরা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আজমিন নাহার।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোসা. নূরন্নাহার। সভা শেষে ২০ জন দুঃস্থ ও অসহায় ২০ জনকে সেলাই বিতরণ করা হয়েছে।