স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের ক্যান্টিনের আবু বাক্কার সিদ্দিক (১৫) নামের এক শ্রমিককে জুতাপেটা করার অভিযোগ উঠেছে উক্ত মিলের ফোরম্যান (বিদ্যুৎ) রফিকুল ইসলাম রফির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে মিলের ক্যান্টিনে নাস্তা করার সময় এ মারপিটের ঘটনা ঘটে।
মোবারকগঞ্জ সুগার মিলের ক্যান্টিনের মালিক রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ক্যান্টিনে নাস্তা করতে আসেন ফোরম্যান রফি। পরে সিদ্দিক নামের ক্যান্টিন বয়কে পানির গ্লাস পরিস্কার করে পানি আনার কথা বলে ফোরম্যান রফি। পানি আনলে পানির গ্লাস পরিস্কার হয়নি এই বলে ক্ষিপ্ত হয়ে রফি প্রথমে কিল-ঘুষি মারে ক্যান্টিন শ্রমিক সিদ্দিককে। মার খেয়ে ক্যান্টিন শ্রমিক সিদ্দিক মাটিতে পড়ে গেলেও তাকে আবার উঠিয়ে জুতাপেটা করে। শুধু ক্যান্টিন শ্রমিক সিদ্দিককে নয় ঐ ক্যান্টিনের টিবয় কেও একদিন মারধর করেছিল বলে টিবয় ইকরামুল জানায়। পরে মিলের শ্রমিক নেতারা রফিকে দিয়ে ক্যান্টিন শ্রমিক সিদ্দিকের কাছে হাত-পা ধরে ক্ষমা চাইয়ে নেন। ক্যান্টিন শ্রমিক আবু-বক্কর সিদ্দিক কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের সওকত আলীর ছেলে। সে প্রায় আট মাস ধরে মিলের ক্যান্টিনে পানি ও খাবার দেওয়ার কাজ করে।
এই বিষয়ে জানতে চাইলে সুগার মিলের অভিযুক্ত ফোরম্যান (বিদ্যুৎ) রফিকুল ইসলাম রফি ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি সকালে একটা গ্যাসে ঔষধ মুখে দিয়ে সিদ্দিককে পরিস্কার গ্লাসে পানি আনতে বলি। কিন্তু সে পরিস্কার গ্লাসে পানি না এনে অন্য একটি গ্লাসে পানি আনে এতে আমি রাগান্নিত হয়ে তাকে চড়-থাপ্পড় মারি। পরে মিলের নেতারা বিষয়টি ক্ষমা চাইয়ে মিমাংশা করে দেন।