মেহের আমজাদ, মেহেরপুর (১৬-০৪-২০২০): করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন।
গতকাল বুধবার (১৫-০৪-২০২০) রাত ৮টার দিকে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর শহরের ২ নং ওয়ার্ডের হালদারপাড়া এলাকার কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।
এ সময় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর আল মামুন, আব্দুল্লাহ আল বাপ্পী, ইভান, যুবলীগ নেতা সোহেল রানা, শেখ সরাফত,আহার ইসলাম, শাহজাহান আলী প্রমুখ।