মেহের আমজাদ, মেহেরপুর (৩০-০১-১৭) মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ১৪ জন বিএনপি ও যুবদল কর্মী যুবলীগে যোগদান করেছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে জেলা যুবলীগের কার্যালয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল ও জেলা যুবলীগের আহবায়ক মাহাফুজুর রহমান রিটনের হাতে ফুলের তোড়া দিয়ে যুবলীগে যোগদান করেন। জেলা যুবলীগের সভাপতি মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মালেক হোসেন মোহন, মাহাবুব হাসান ডালিম, শ্যামপুর আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, এম এ বারী, যুবলীগ নেতা আবুল হোসেন প্রমুখ। এসময় শ্যামপুর গ্রামের রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আওলাদ হোসেন, মোঃ রোকনুজ্জামান,হামিদুল ইসলাম, আব্বাস আলী, হাসিবুল ইসলাম,আসাদুল হক, মহিদুল ইসলাম, জয়েল রানাসহ ১৪ জন বিএনপি ও যুবদল কর্মী যুবলীগে যোগদান করেন।