মেহের আমজাদ, মেহেরপুরঃ জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি-জামায়াতের মোট ৮৫ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা ফেয়ার জামিনের জন্য হাজির হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় সদর উপজেলার রাজনগরে সড়কের গাছ কেটে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। ওই ঘটনার সদর থানায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করে পুলিশ। মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে বদলি হয়। দুপুরে ফেয়ার জামিনের জন্য ৮৫ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক ওই নির্দেশ দেন।