14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে দিনব্যাপী পিঠা উৎসব ও কারুপণ্য প্রদর্শনী

admin
January 16, 2017 11:40 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ এক সময় শীত এলেই পিঠা-পুলি তৈরির ধুম পড়ে যেত গ্রামের বাড়িতে। অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবহার করা হত নানা রকমের পিঠা। কিন্তু সে গ্রাম্য ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

তরুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা পিঠার পরিচিত করতে মেহেরপুরের সরকারি মহিলা কলেজে প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দিনব্যাপী পিঠা উৎসব ও কারুপণ্য প্রদর্শনী। চন্দ্রপুলি, ভাপা, নকশি, গকুল, চিতই, পাটিসাপটা, আন্দোসা, বিস্কুট পিঠা, তালের পিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন কলেজের শিক্ষার্থীরা। এই উৎসবকে ঘিরে মহিলা কলেজ প্রাঙ্গণে জমেছিল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষের ভিড় । কেউ কিনছেন কেউ খাচ্ছেন। আবার কেউবা নিচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

গতকাল সোমবার সকালে মেহেরপুর সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে ওই পিঠা-পুলি উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব ও কারুপণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সোলাইমান আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক আবদুল্লাহ-আল আমিন, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যপক মেরাজ আলী, প্রভাষক রজীউদ্দিন প্রমুখ। পরে অতিথিরা পিঠা উৎসব ও কারু প্রদর্শনির বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পিঠা উৎসব ও কারু পণ্য’র সমাহারে ৯টি স্টল সাজানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে শিক্ষার্থী রিয়া, দিবা, অমৃতা সিবানীসহ অন্যান্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

http://www.anandalokfoundation.com/