মেহের আমজাদ,মেহেরপুরঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার বেলাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন,মেহেরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেহেরপুর কারিগরি কলেজের উদ্যোগে র্যালীর আয়োজন করা হয়। মেহেরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে র্যালীটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্তরের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীতে মেহেরপুর কারিগরি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।