মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন করেছে মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের একাংশ।
গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে বেশ কিছু মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশনে অংশ গ্রহন করেন।
এসময় অনশনে অংশ গ্রহনকারী মুক্তিযোদ্ধাগন মেহেরপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীনকে মনোনয়ন দেবার আহবান জনান। পরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বশির আহম্মেদের নেতৃত্বে অনশনে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।