মেহের আমজাদ, মেহেরপুর ( ১৮-০৭-১৭): মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরের সদর উপজেলার শোলমারী গ্রামে সরকারের সাফল্য ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী হানুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ১-আসনের সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি এ কে আজাদ সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথেন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক বায়েজিদ বোস্তামি, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ ।