13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের বুড়িপোতায় বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
February 19, 2018 12:21 am
Link Copied!

মেহেরপুর প্রতিনিধিঃ  গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মত রিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাংগা ৬ ব্যাটালিয়ন বর্ডারগার্ড পরিচালক লেঃ কর্নেল মোঃ ইমাম হাসান মৃধা মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সীমান্তে বিভিন্ন গবাদিপশু চোরাচালান এবং সীমান্তে আইন শৃংখলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এ বিষয়ে সহযেগিতা করতে আপনাদেরও এগিয়ে আসতে হবে। এবং গোপন তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সকলকে আহবান জানান।

মতবিনিময় সভায় বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন, বুড়িপোতা এলাকার কোম্পানী কমান্ডার সুবেদার শেখ এস কে সিনহা, বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী ও ইউপি সদস্য শরিফুল ইসলাম। মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/