13yercelebration
ঢাকা

মুজিব বর্ষ উদযাপনের সাল শুরু

Brinda Chowdhury
January 1, 2020 10:29 am
Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০-২১ খ্রীস্টাব্দকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ২০২০ খ্রীস্টাব্দের ১৭ই মার্চ থেকে ২০২১ খ্রীস্টাব্দের ২৬ মার্চ পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে।

বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত এই তেজস্বী নেতা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ খ্রীস্টাব্দের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। আবার ২০২১ খ্রীস্টাব্দের ২৬ মার্চ তারিখে বাংলাদেশ তাঁর স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। দেশটির স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

৩১ ডিসেম্বর ২০১৯ সালের সর্বশেষ রাতটি ঘড়ির কাটায় ভর করে ১২টা স্পর্ষ করতেই এভাবেই মুহুর্মুহু গর্জে ওঠে সারা বাংলার মতো চট্টগ্রামের আকাশ। উদ্বেলিত তারুণ্য আতশবাজির ঝলকানি আর পটকা ফাটানোর শব্দে দু হাজার বিশ সালকে বরণ করে নেয়। যদিও এর আগের সন্ধ্যায় ইংরেজি বর্ষ ২০১৯ এর শেষ সূর্যটি অস্তমিত হওয়ার সময় তার নিয়মের কোন ব্যাত্যয় ঘটেনি।

ঠিক তেমনিভাবে ২০২০ সালে ১ জানুয়ারির ভোরে পূব আকাশে যে সূর্যটি আলো ছড়িয়ে নতুন একটি ইংরেজি বছরের সূচণা করলো তারও কোন ব্যতিক্রম চেহারা হবেনা অন্যদিনের উদিত সূর্যের চাইতে। ব্যতিক্রম শুধু ব্যক্তির আর জাতির জীবনের দিনক্ষণ গণনার হিসেবের সংখ্যাটিই শুধু পাল্টালো না কেবল সেইসাথে পাল্টে গেলো প্রত্যাশার প্রতিচিত্র। এই বর্ষবিদায় আর নিউইয়ার গেলো সব ইয়ার এণ্ডিং আর নিউ ইয়ারের মতো নয়।

২০১৯ সালটি সমাপ্তির সময়টি যেমন একটি দশকের ইতিটানার ইতিহাস সেইসাথে খৃস্টিয় ১৯৭৫ এর ১৫ আগষ্ট এ জাতির ভাগ্যাকাশ থেকে যে পিতৃসূর্যটিকে তার গ্রহ নক্ষত্রসহ অস্তাচলে পাঠানো হয়েছিলো তার স্মরণে মুজিব বর্ষ শিরোণামে উদযাপনের বছর। প্রাপ্তির খাতা যদি আরেকটু মেলে ধরা যায় তবে দেখা যাবে সদ্যবিগত দশকের শেষ সময়টিতে জাতীয় অর্জণের প্রচ্ছদপটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে সমূদ্রের গহীন জলরাশি এমনকি মাটির তলদেশেও জাতীয়ক্ষেত্রে বিজয়ের ইতিহাস।

বছর হিসেবে ২০১৯ এই বাংলার জলরাশিতে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম অগ্রগতির নাম পদ্মা সেতু অথবা জলের অতলে বয়ে চলা সফল স্বপ্নের নাম কর্ণফুলি বঙ্গবন্ধু টানেল। মোর্দ্দা কথা বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরলবিশ্ব নেত্রীআদর্শের কল্যাণে সোনার বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত। আরো আছে স্বাধীনতা আর মানবতার শত্রুদের অপরাধের বিচারের। আছে জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতার নগ্ন আস্ফালণ যেমনি আছে সেইসব অপরাধ কঠোর হাতে দমণের দৃষ্টান্ত। রাজনৈতিক শুদ্ধাচার, দুর্ণীতির বিচার এসবও আজ বাংলা নামের ইতিহাসের নবোজ্জল অধ্যায়।

এরকম হাজারো ইতিহাসের গৌরবপালক আর গুলশান ট্রাজেডির মতো কিছু অনাকাঙ্খিত কলঙ্কতিলক মূছে নিয়ে বাংলাদেশ আজ বিশ্বের কাছে অন্যমাত্রায় আর মর্যাদায় সমাসীন। এখন শুধু স্বাধীনতা আর দেশাত্ববোধের চেতণায় সরকারতে সহায়তা অথবা দেশকে কাঙ্খিত লক্ষ্যে অধিষ্ঠিত করার মানসিকতা নিয়ে রাজনীতিবিদ- দেশবাসী সকলের সম্মিলিতভাবে জাতীয় অবদান রাখার সময়।

http://www.anandalokfoundation.com/