বগুড়া প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। আর এ পরীক্ষা কেন্দ্র সরকারি ঘোষণা মোতাবেক দেশের সকল কোচিং সেন্টার বন্ধ করতে মাইকিংসহ নানা পদক্ষেপ গ্রহন করেছে প্রশাসন।
সেই নিরিখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন নিষিদ্ধ কোচিং বন্ধে ভ্রাম্যমান আদালত চালায় বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে। এরই এক পর্যায়ে এক কোচিং পরিচালককে আটকের পর শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে।
২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের ক্রিয়েটিভ লার্নিং ইংলিশ কোচিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় নন্দীগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক শরিফুল ইসলামকে ওই কোচিং সেন্টারের পরিচালক বাহিনীরা লাঞ্ছিত করলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে নন্দীগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, স্কুল চলাকালে নন্দীগ্রাম পৌরশহরে ক্রিয়েটিভ লার্নিং ইংলিশ কোচিং সেন্টারে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার সেখানে অভিযান চালিয়ে পরিচালক আল মাসুম রুনুকে আটক করে নিয়ে যায়। এখবর পেয়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে সমবেত হয়ে আটককৃত কোচিং শিক্ষকের মুক্তি দাবী জানায়। এসময় নন্দীগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম উপজেলা পরিষদে আসেন। স্কুল সময়ে তাকে উপজেলা পরিষদে দেখে কতিপয় অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে আটক ওই কোচিং পরিচালক আল মাসুম রুনুকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এ দিকে অপর শিক্ষক শরিফুল ইসলামকে মারপিটের খবর জানাজানি হলে তার স্কুলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এবিষয়ে শারিরিক ভাবে লাঞ্ছিত হওয়া শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ লার্নিং ইংলিশ কোচিং সেন্টারের পরিচালকে লোকজন আমাকে লাঞ্ছিত করেছে। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ওই শিক্ষক।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বলেন, কোচিং পরিচালনার অভিযোগে পরিচালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তাকে অর্থদন্ড করে মুক্তি দেয়া হয়েছে।