14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 18, 2025
আজকের সর্বশেষ সবখবর

মা-বাবার কবরের পাশে সমাহিত মিজু আহমেদ

admin
March 28, 2017 10:40 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদকে শেষ শ্রদ্ধা জানালেন তাঁর সহশিল্পী, চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার সকালে পান্থপথে জানাজা শেষে বিএফডিসিতে মিজু আহমেদের মরদেহ আনা হলে বিএফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের সব সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা। এরপর বাদ মাগরিব তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে মিজু আহমেদের ছেলে তাসরাত জানান, ‘বাদ মাগরিব বাবার দাফন সম্পন্ন হয়েছে। বাবার ইচ্ছা অনুসারেই কবর দেওয়া হয়েছে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে। বাবা সব সময়ই বলতেন তাঁর কবর যেন দাদা-দাদির পাশে দেওয়া হয়। বাড়িতে গেলে তিনি সব সময় সবার আগে কবর জিয়ারত করতেন। বাবার ইচ্ছা অনুযায়ী আমরা এখানে কবর দিয়েছি।’

তাসরাত আরো বলেন, ‘বাবা সব সময় চলচ্চিত্র নিয়ে ভাবতেন। বাসায় যখন থাকতেন, তখনো চলচ্চিত্রের জন্য আক্ষেপ করতেন। কীভাবে চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আমাদের সঙ্গেও আলাপ করতেন। চলচ্চিত্রকে বাবা অনেক ভালোবাসতেন। সারা দেশের মানুষের কাছে বাবার জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন বাবা যেন ভালো থাকেন।’

http://www.anandalokfoundation.com/