মোঃফরহাদ শেখঃ “কৃষক বাচাও, দেশ বাচাও” এ স্লোগানকে প্রতিপাদ্য করে মাদারীপুরের রাজৈরে উপজেলা কৃষক লীগের আয়োজনে প্রায় ১২০ জন ক্ষতিগ্রস্থদের মাঝে সার বীজ ও কীটনাশক বিতরন করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার আলমদস্তার সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে রাজৈর উপজেলা কৃষক লীগের সভাপতি মো শিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি,আঞ্চলিক সমন্বয়কারী নুরে আলম সিদ্দিকী হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজম খান,কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কৃষক লীগের জেলা সভাপতি জাকির হোসেন মোল্লা, সম্পাদক মশিউর রহমান ইলিয়াস শরীফ, উপজেলার সম্পাদক মো জাহাঙ্গীর খান, সাংগঠনিক সম্পাদক ইমাম শাহরিয়ারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা উপজেলাসহ পার্শবর্তী এলাকার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।