মোঃ ফরহাদ শেখ: মাদারীপুরজেলার রাজৈর উপজেলার কে জে এস স্কুলএন্ড কলেজ সংলগ্ন গনেশ পাগল সেবাশ্রম মন্দির প্রাঙ্গনে কে জে এস সংস্থার উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে।
উক্ত বিতরনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব বাবু সুশেন চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ত্রাণ বিতরণ করেন রাজৈর – মাদারীপুর (২) আসনের এম পি শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া, এম পির স্হানীয় প্রতিনিধি আ,ফ ম ফুয়াদ,সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগে সহ আরো অনেকে।