14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ফসলি জমিতে মাছের ঘের নির্মাণ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

Link Copied!

মাদারীপুরে ফসলি জমিতে মাছের ঘের নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেন কৃষক, শ্রমজীবি মানুষ ও এলাকার বাসিন্দরা।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের গোপালসেন, কালাইতলা, জ¦ীনবাড়ি মৌজার ৭৫-৮০ একর জমিতে ধান উৎপাদন করেন এলাকার কয়েকশ’ কৃষক। সেখানকার কিছু জমি ভাড়া নিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে মাছের ঘের নির্মাণ কার্যক্রম শুরু করে ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার। এতে পরিবেশ ও জৈববৈচিত্রের ব্যাপক ক্ষতির সম্ভবনা হওয়ার আশঙ্কায় জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত দেন স্থানীয়রা।

পরে সরেজমিন পরির্দশণ শেষে গত ১২ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন ডাসার উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকতা মিল্টন বিশ^াস। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযোগের ৭৫-৮০ একর জমির মধ্যে ৩৫-৪০ একর জমি নষ্ট করে ড্রেজার ও ভেকু দিয়ে মাটি খননে মৎস খামার বানানো হলে ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। এরপর উপজেলা প্রশাসন মাটি কাটা বন্ধ করতে বললেও ক্ষ্যান্ত হননি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। শেষমেশ ম্যাজিস্ট্রেট আদালতে হানিফ মোল্লা নামে এক ভুক্তভোগী অভিযোগ দিলে গত ১৮ আগস্ট ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল নোমান। এ সময় আদালত শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডাসার থানা পুলিশকে নির্দেশ দেন। একইসাথে উপজেলা ভুমি সহকারি কমিশনারকে আগামী ২৩ সেপ্টেম্বর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করতেও বলা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন মাতুব্বর, হানিফ মোল্লা, শাহীন মাতুব্বর, মাসুদ মাতুব্বরসহ এলাকার অর্ধশত কৃষক। তাদের অভিযোগ, রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে ফসলি জমিতে মাটি কাটার কাটছে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান কৃষকরা।

http://www.anandalokfoundation.com/