মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: “অতীতকে জানবো, আগামীকে গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে বৃস্থপতিবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা করছেন মাদারীপুর জেলা প্রশাসন।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ্বাস নেতৃত্বে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। “অতীতকে জানবো, আগামীকে গড়ব” এই শ্লোগানকে সামনে নিয়ে র্যালীতে অংশগ্রহন করে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও জনপ্রতিনিধিগন। র্যালীর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এম এম হাফিজ মেমোরিয়াল লাইব্রেরীতে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: সরোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম।