মাদারীপুরের ডাসারে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় সাইফুল ইসলাম বেপারী (৪০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সাইফুল ডাসার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও কাজী বাঁকাই ইউনিয়নের ইউপি পরিষদের সাবেক সদস্য। আজ বুধবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামের আব্দুল সাত্তার বেপারী ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে গত ১৬ জানুয়ারি ২০২৩ইং সালে ডাসার কাঁঠালতলা বাজারে কটকেল বিস্ফোরণ ও মারামারি করে বিএনপির অফিস ভাংচুর চালায়। এ ঘটনায় ইউপি সদস্য রুবেল হোসেন বাদী হয়ে ওই সময় ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার রাত ১০টায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে ডাসার থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে ।