14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে আন্তঃজেলা অটো ভ্যান চোর চক্রের সদস্য আটক

Link Copied!

মাদারীপুরের ডাসারে ব্যাটারিচালিত অটোভ্যানসহ শিপন বেপারী (৩০) চোরকে আটক করছে পুলিশ। আটকৃত শিপন বেপারী উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের মৃত: রশিদ বেপারীর ছেলে।
আটকৃত আসামীকে আজ বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) ৩৭৯ পেলান কোডে ডাসার থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, ২৭সেপ্টেম্বর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী নামক স্থানে অটোভ্যান চুরির সময় তাকে একটি অটোভ্যানসহ আটক করা হয়।খোঁজনিয়ে জানাগেছে আসামী শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ বিভিন্ন জেলা- উপজেলায় অটোভ্যান চুরি করে,তার রং পরিবর্তন করে  ভ্যাটারিসহ অটোভ্যানের বিভিন্ন মালামাল বিক্রি করে থাকে। তিনি একজন পেশাদার অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।
এব্যাপারে ডাসার থানার ওসি মোঃহাসানুজ্জামান বলেন,আসামি শিপন বেপারী আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।তিনি বিভিন্ন স্থানে একাধিক অটোভ্যান চুরি করেছে।তার বিরুদ্ধে একাধিক  মামলা রয়েছে।আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/