দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে ।
আটককৃত মাদক ব্যাবসায়ী হলেন মোঃ সালেবুর (৪৫) পিতা মৃত. ওমর আলী গ্রাম-সারকুড়ি দক্ষিণ কোতয়ালী জামালপুর সদর দিনাজপুর ।
জেলা মাদকদ্রব্য অফিসের সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান জানান , গোপন সংবাদের ভিত্তিতে পরির্দশক মোঃ লোকমান হোসেন নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিল সহ সালেবুর কে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মোঃ সালেবুর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালে ৩৬ (১) এর ১৪ (গ) ধারা মামলা দায়ার করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।