মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গর্কীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা মানববন্ধন করেছে।
আজ বুধবার বিকেলে শতাধিক ক্রিকেট খেলোয়াড় মাগুরা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা জানান, কোচ সাদ্দাম হোসেন গর্কীর কোচিংয়ে বিশ্ববরেণ্য ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসানসহ জাতীয় নারী ক্রিকেট ধলের খেলোয়াড় ফাহিমা ও শামীমার জন্ম হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, অসত্য, মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। মাগুরার ক্রিকেট খেলা ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি আহবান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাকিব আল হাসান পিতা মাশরুর রেজা কুটিল, মাগুরার কৃতি ক্রিকেটার শহিদুল ইসলাম ফিরোজ, সোহানুর রহমান অন্যরা। পরে তারা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।