মাগুরা প্রতিনিধি: মাগুরায় গতকাল শুক্রবার আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত হয়েছে। ব্রাকের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কালাচাঁদ সিংহ। সভায় বক্তারা মাগুরায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তর স্থাপনের জোর দাবি জানান।