মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নওগাঁ -৬ এর সাংসদ ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মোঃ ইসরাফিল আলম। পার্থ, ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় “The Role of Parliamentary Committees in Combating Human Trafficking & Forced Labour” কর্মশালায় যোগদান উপলক্ষ্যে অস্ট্রেলিয়া অবস্থান কালীন মহান বিজয় দিবসের শ্তভেচ্ছা বার্তা প্রদান করেন।
বার্তায় তিনি বলেন, বিজয়ের এ ৪৯তম দিবসে শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি জাতির সূর্যসন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা মা-বোনদের যাঁদের প্রাণদান ও আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন জম্মভূমি পেয়েছি। যাঁরা শহীদ হয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যাঁরা আমাদের মধ্যে আজও বেঁচে আছেন তাঁদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আরও বলেন, বিজয়ের এই আনন্দময় দিনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করে যাচ্ছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসার মধ্য দিয়ে আজ তা প্রমাণিত সত্য। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ, কর্মঠ, বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য আমরা যার যার অবস্থান থেকে অবিরত প্রচেষ্টা চালিয়ে যাব এবং বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্বের দরবারে মর্যাদাশীল জাতি হিসাবে অধিষ্ঠিত হবার লক্ষে এগিয়ে যাব-এই হোক আমাদের সকলের অঙ্গীকার।
৩০ লাখ শহীদের রক্ত ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বের আসন অর্জন করবে এই আমার প্রত্যাশা। বিজয়ের এই দিনে আমি দেশের ক্রমশ উন্নতি কামনা করছি।
আমি সম্মানিত দেশবাসিকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করছি।