মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই জাইনাব কে বিয়ে করলেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ। পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে। ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন। তবে এর আগে এ বছরের শুরুতে মরক্কোয় তাদের আঙটি বদল হয়েছে বলে খবর পাওয়া যায।
চিত্রনায়ক রুবেল নিজে উপস্থিত থেকে পরিবারিকভাবেই বিয়ে দেন তাদের। ছেলের বিয়ের খবর নিজেই ফেসবুকে জানিয়েছেন সবাইকে ।
বিয়ের একটি ভিডিওতে দেখা গেছে প্রাণ খুলে নেচে চলেছেন রুবেল। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওর ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।
রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা। মহা ধুমধামের সাথে বিয়ে সম্পন্ন হয়।