তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন, ইতোমধ্যে পদত্যাগপত্র সচিবালয়ে পাঠিয়েছেন। এখানে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র সচিবালয়ে পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করা মাত্রই কেবিনেট থেকে তার পদত্যাগ কার্যকর হয়ে যাবে। সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করিতে অনুরোধ করিতে পারিবেন।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান প্রতিমন্ত্রী মুরাদ। পদত্যাগ পত্র নিয়ে তিনি আসেনি। তিনি বর্তমানে চট্টগ্রাম অবস্থান করছেন।
এদিকে মাহিয়া মাহি, ডা. মুরাদের অডিও ভাইরালের সত্যতা স্বীকার করেছেন। সোমবার সৌদি আরব থেকে ফেসবুক লাইভে মাহিয়া মাহি বলেন, ঘটনাটি দুই বছর আগের।