মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের মা ও শহিদ জননী আলমাছ খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব আবদুল মালেক।
তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব তাঁদের শোকবার্তায় আলমাছ খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আলমাছ খাতুন আজ রাত আটটায় কক্সবাজারে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ছোট ভাই এ টি এম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে পাক হানাদার বাহিনীর হাতে শহিদ হন।