আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় স্বাগতম বক্তব্য রাখেন মধুখালী নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক।
এয়াড়া আরো বক্তব্য রাখেন মধুখালী থানা অফিসার ইনচার্জ এস.এম. নূরুজ্জামান, মধুখালী প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ আলিম, ফায়ার সার্ভিসের সাজেদুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিঠুন , কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী পূজা উৎযাপন কমিটির বিকাশ রায়, পরিমাল পাল প্রমুখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরজুল ইসলাম , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আরিফ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব ইলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধসঢ়;্র এর মেডিকেল অফিসার ডাঃ পার্থ জয়ধর, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হাসান মামুন, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, মধুখালী উপজেলা পূজা উৎযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ১৪৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ, সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও আনসার মাঠে থাকবে।